Tuesday, July 2, 2013

জীবনে কাজে লাগবে.

 জীবনে কাজে লাগবে.




▀ চারটি জিনিস যা মানুষের

শরীরকে অসুস্থ করে -

১।অতিরিক্ত কথা বলা,

২।অতিরিক্ত ঘুম পারা,

৩।অতিরিক্ত খাওয়া, ৪।অতিরিক্ত মেলামেশা করা (বিশেষজনের

সাথে) ।

▀ চারটি জিনিস যা মানুষের

শরীরকে ভাঙ্গিয়া ফেলে -

১।উদ্বেজক,

২।বিষণ্ণতা, 

৩।ক্ষুধা,

৪।রাতে দেরিতে ঘুমাতে যাওয়া ।

▀ চারটি জিনিস যা মানুষের

মুখকে শুকনো দেখায় এবং

মুখের সুশ্রী কেড়ে নেয় -

১।মিথ্যাবাদিতা, 

২।বেহায়া /লজ্জাহীনতা,

৩।অযথা বিতর্কে জড়ানো,

৪।ব্যভিচার করা ।

▀ চারটি জিনিস যা মানুষের মুখের

সৌন্দর্য্য বৃদ্ধি করে-

১।ধার্মিকতা /ধর্মানুরাগ /কর্তব্যনিষ্ঠা,

 ২।বিশ্বস্ততা,

৩।মহত্ত্ব /দয়াশীলতা,

৪।অন্যর প্রতি সহায়ক হওয়া ।

▀ চারটি জিনিস যা মানুষের রিজিক

হ্রাস করে-

১।সকালে ঘুমাতে যাওয়া /সকালেঘুমানো,

 ২।নিয়মিত নামাজ না পড়া,

৩।অলসতা,

৪।বিশ্বাসঘাতকতা /অসাধুতা ।

▀ চারটি জিনিস যা মানুষের রিজিকবৃদ্ধি করে-

১। গভীর রাতে নামাজ পড়া, 

২। আল্লাহ কাছে অত্যধিক অনুতাপ করা,

৩। নিয়মিত দান করা,

৪। বেশি বেশি আল্লাহকে স্মরণ করা । 

মহানবী (সা:) এর বাণীগুলো সবার কাছে ছড়িয়ে দিন।

0 comments:

Post a Comment

 
Copyright © . A-Tasauf is the holy place of Mind . - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger